কোভিড-১৯Salil BhaduriApr 8, 20201 min readপ্রকৃতির একি নিষ্ঠুর খেলামারণ যজ্ঞে আহুতির মেলা।হোক ধনবান,দীনদরিদ্রকরোনা কাউকে ছাড়েনা। মৃত্যু-মিছিলে সামিল করেছোমহাদেশের গন্ডী ভেঙ্গেছো,সবার ধ্যানে সাম্য এনেছো,বিষাক্ত আলিঙ্গনে। তবে যতই গভীর হওনা কোভিডহোক বিজ্ঞান দিশাহারা।কোণঠাসা হলে দুর্বার বেগেবারবার ফিরি আমরা। তোমার ক্রুরতা পরতে পরতেনাগপাশে যত বাঁধবে,মোদের মিলিত বাঁচার শক্তিসে বাঁধন ঠিক কাটবে। রাজনীতির শত কুটিল খেলা,বিদ্বেষের বিষ ভাপে।(সব) বিলীন হল বাঁচার মন্ত্রেকোভিডের কাল-প্রকোপে। হাজার হাজার মানবকন্ঠেআজ চিৎকার করে বলবো,তুমি যতই ভয়াল হওনা কেনবাঁচব আমরা বাঁচব।
Comments